প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২০ ১০:৪৯:২৭
ভারতেই প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে দাবি করছেন চীনের বিজ্ঞানীরা।
চীনের অ্যাকাডেমি অব সায়েন্সেসের এক দল বিজ্ঞানী এমন দাবি করেছেন।
প্রভাবশালী জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট চীনা বিজ্ঞানীদের গবেষণা প্রবন্ধ প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে ল্যানসেট–এর প্রাক্-প্রকাশনা অনলাইন প্ল্যাটফর্মে এই প্রবন্ধ প্রকাশ করা হয়েছে।
চীনা বিজ্ঞানীদের দাবি, ২০১৯ সালের গ্রীষ্মে ভারতেই এই মারণ ভাইরাসের জন্ম হয়। পশুর শরীর থেকে সংক্রমিত পানির মাধ্যমে তা মানুষের শরীরে ঢুকে পড়ে।
তাদের দাবি, এর পর ভারত থেকেই অজানা ভাবে চীনের উহানে পৌঁছে যায় সেই ভাইরাস। এবং সেখানেই প্রথম ধরা পড়ে।
এর আগে চীন সরকার করোনার জন্মদাতা হিসেবে ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দিকেও আঙুল তুলেছিল। যদিও এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি বেইজিং।
এবার ভারত-চীন রাজনৈতিক সংঘাতের আবহে নতুন করে করোনাভাইরাস নিয়ে ‘রাজনীতি’ শুরু করেছে বেইজিং।
তাদের গবেষণাপত্রে ‘সাইলোজেনেটিক অ্যানালিসিস’ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে কোভিড-১৯ এর উত্স শনাক্ত করার জন্য কোনো ভাইরাসের কীভাবে পরিবর্তন সাধন হয় তা গবেষণা চালাচ্ছেন চীনের গবেষকরা।
গত বছর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। গত বছর ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীনের কার্যালয় আনুষ্ঠানিকভাবে নতুন ভাইরাসের তথ্য প্রকাশ করে। শুরুতে এই ভাইরাস চীনের প্রতিবেশী দেশগুলোতে ছড়ায়। একপর্যায়ে তা মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সূত্র:ডেইলি মেইল
প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত
বাংলাদেশ ব্যাংক সার্ভারে আবারো ম্যালওয়ার শনাক্ত
করোনার টিকা আমদানি করতে এখনও চূড়ান্ত কোনো ক্রয়আদেশ দেয়নি পাকিস্তান।
বোলারদের ব্যাটিংয়ে ভালো প্রতিরোধ ভারতের
‘ফাইজারের টিকা বয়স্ক লোকজনের জন্য ঝুঁকিপূর্ণ’
লাইসেন্স দেওয়া নিয়ে বিপাকে বিআরটিএ
ধুলায় নাকাল ঢাকা, পড়ে আছে রোড সুইপার ট্রাক
ভারতে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু
তাপস-খোকনের ভুল বোঝাবুঝির অবসান হবে: তাজুল ইসলাম
নৌকার এজেন্টরা গোপন ব্যালট নিয়ে কক্ষে বসে আছেন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহ কমছে বিদেশি শিক্ষার্থীদের