প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২০ ০১:১৯:১৬ || পরিবর্তিত: ২৬ নভেম্বর, ২০২০ ০১:১৯:১৬
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।
গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। একই সাথে এ প্রজ্ঞাপনে বলা হয় বর্তমান চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক নেহাল আহমেদ।
বদলির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক নেহাল আহমেদ জানান, ‘ উদ্ভট করোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া ছিলো চ্যালেঞ্জিং। আমরাই প্রথম ঢাকা কলেজ অনলাইন ক্লাস শুরু করি। যার ধারাবাহিকতায় সবাই আসে। এসময় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, নতুন দায়িত্বে যথাসাধ্য পালনের মাধ্যমে দেশের এ পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করা সহ সার্বিক কাজে তত্ত্বাবধান করবো।
উল্লেখ্য, অধ্যাপক নেহাল আহমেদ ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।
প্রজন্মনিউজ২৪/দেলোয়ার/হারুন
৬০ পৌরসভায় জামানত হারালেন বিএনপির ৩০ মেয়র প্রার্থী
করোনায় ২৪ ঘণ্টায় ১৬ মৃত্যু, শনাক্ত ৬৯৭
বরগুনার রিফাত হত্যা : সাজাপ্রাপ্ত ৩ আসামির জামিন
নায়িকা রোজিনার প্রথম সিনেমায় নিরব-স্পর্শিয়া
ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে
বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৯ কোটি ছাড়াল
সমগ্র রাষ্ট্রযন্ত্রকেই আজকে নষ্ট করে ফেলেছে: ফখরুল