ভৈরবে মাদক আত্মসাতের চেষ্টা, এসআই ক্লোজড 

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২০ ০৯:৫০:৪৯

ভৈরবে মাদক আত্মসাতের চেষ্টা, এসআই ক্লোজড 

কিশোরগঞ্জের ভৈরবে মাদক আত্মসাতের চেষ্টার অভিযোগে এসআই হানিফ সরকারকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (পিপিএম/বার) তাকে ক্লোজড করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মো. শাহিন। তিনি জানান, সোমবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কে ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করেন এসআই হানিফ সরকার। সেখানে মালিকবিহীন একটি গাঁজার ব্যাগ উদ্ধার করেন তিনি। 

কিন্তু বিষয়টি গোপন করে তিনি। তারপর পুলিশ সুপার গোপন সূত্রে এ খবর জানতে পেরে তৎক্ষণাৎ থানার ওসিকে ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। 

এরপর ওই এসআই দেড় কেজি গাঁজা জব্দ দেখিয়ে থানায় সোমবার একটি জিডি করেন। তারপর বিভিন্ন সূত্রে পুলিশ সুপার জানতে পারেন- উদ্ধারকৃত গাঁজা আত্মসাৎ করা উদ্দেশ্য ছিল তার। এ কারণে তাকে মঙ্গলবার রাতে ক্লোজড করার নির্দেশ দেন তিনি। 

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান,  পুলিশ অপরাধ করলে ছাড় নেই। তাকে প্রাথমিকভাবে ক্লোজড করা হয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে তার অফিসিয়াল শাস্তি হবে।


প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ