প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২০ ১২:০০:০৮
রংপুর মহানগরীর ঠিকাদারপাড়ার একটি বাড়ি থেকে সোমবার দুপুরে তিন হাজার একশ’ আটানব্বই পিস ইয়াবাসহ পুলিশের এক এএসআইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক এএসআই মনিরুজ্জামান কুড়িগ্রাম পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তাকে ক্লোজ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব অভিযানের তত্ত্বাবধান করেন।
অভিযানকালে ইয়াবা ছাড়াও নগদ ৭ হাজার ৮০০ টাকা, ৯০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, এক বোতল ফেনসিডিল, বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই ও চারটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ এএসআই মনিরুজ্জামানকে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই তাহিদুল ইসলাম বলেন, এর আগে মাদক সেবন ও কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এএসআই মনিরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তিনি পরিবারসহ রংপুর মহানগরীর ঠিকাদারপাড়ার ওই বাড়িতে ভাড়া থাকতেন। সেখান থেকে তিনি গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিলেন।
প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত
বরগুনার রিফাত হত্যা : সাজাপ্রাপ্ত ৩ আসামির জামিন
নিরাপত্তা বিল নিয়ে বিক্ষোভে উত্তাল ফ্রান্স
কুয়াশায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০
পটুয়াখালীর নারী মেম্বার প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: রবিউলের বিরুদ্ধে চার্জ গঠন
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: রবিউলের বিরুদ্ধে চার্জ গঠন