অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২০ ১১:১৩:২৯

অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রধান কার্যালয়ের নির্দেশে সোমবার দুপুরে অভিযানটি পরিচালনা করে দুদক রাঙ্গামাটি অফিস। জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়িত জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়।

এসব অভিযোগ সরাসরি দুদক প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন অভিযোগকারীরা। অভিযোগ নিয়ে তথ্য-প্রমাণাদির অনুসন্ধানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায় দুদক।

এ সময় অভিযোগ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের তালিকা, নথিপত্র ও বিল-ভাউচার তলব করা হয়। অভিযান পরিচালনা করেন দুদক রাঙ্গামাটি অফিসের সহকারী পরিচালক জিএম আহসানুল কবির, আবুল বাশার ও একজন কনস্টেবল।

এদিকে বিষয়টি নিয়ে জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

পরে ফোনে যোগাযোগ করা হলে পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া বলেন, বিষয়টি সম্পর্কে তিনি জানেন না। তাকে কিছুই জানান হয়নি।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ