শত কোটি টাকার সম্পদ জব্দ সাবেক যুবলীগ নেতার 

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২০ ১০:৫৫:০৬

শত কোটি টাকার সম্পদ জব্দ সাবেক যুবলীগ নেতার 

যুবলীগের বহিষ্কৃত দফতর সম্পাদক কাজী আনিছুর রহমানের ১০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল অবৈধ সম্পদ অর্জন মামলার তদন্তে দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান এসব সম্পদ জব্দ করেছেন বলে কমিশনের জনসংযোগ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন। 

দুদক সূত্রে জানা গেছে, জব্দ সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর কলাবাগানে পাঁচতলা বাড়ি, ধানমন্ডি ও ওয়ারীতে দুটি ফ্ল্যাট, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে তিনটি দোকান ও ১৩ বর্গফুট বাণিজ্যিক স্পেস এবং গুলশান-২ নম্বর এলাকার একটি মার্কেটে দুটি  দোকান।এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরের বোয়ালিয়ায় বিলাসবহুল বাড়ি, পেট্রোল পাম্প, ৩০ কোটি টাকার ১৫ বিঘা জমি ও কেরানীগঞ্জে ৪০ কাঠা জমি রয়েছে।৫০ কোটি টাকার ব্যাংক লেনদেনও পেয়েছে দুদক।এর আগে কাজী আনিছুর রহমান ও সুমী রহমানের প্রায় ১৬ কোটি টাকার আয়কর নথি জব্দ করে দুদক।২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর কাজী আনিছুর রহমান ১২ কোটি ৮০ লাখ টাকা ও তার স্ত্রী সুমী রহমানের ১ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদের দায়ে মামলা করে দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আনিছুর রহমান ২০১৮-১৯ অর্থবছরে নিজ নামে ও বেনামে অর্জিত ৫  কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকার স্থাবর সম্পদ এবং এক কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৮২১ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।এর মধ্যে ঢাকার এলিফ্যান্ট  রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে একটি ফ্ল্যাট, গোপালগঞ্জের মুকসুদপুর রসুলপুরে ২৪.৫০ শতাংশ জমি, ঢাকার আর কে মিশন রোডে আমিন ভবনের পঞ্চম তলায় এক হাজার ৩০০ বর্গফুটের ফ্ল্যাট, ঢাকার স্বামীবাগ রোডে ৮২০বর্গফুটের ফ্ল্যাট, ধানমন্ডিতে ফ্ল্যাট, শুক্রাবাদের  শেরেবাংলা নগর ৭৫০ বর্গফুটের ফ্ল্যাট, ধানমন্ডি ১৫ নম্বর  রোডের একটি ফ্ল্যাটসহ সর্বমোট ৫ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

প্রজন্মনিউজ২৪/হারুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ