পারিবারিক কলহের জেরে স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করল স্বামী 

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২০ ০৯:২১:২২

পারিবারিক কলহের জেরে স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করল স্বামী 

পারিবারিক কলহের জেরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের কামারদহ গ্রামে স্ত্রী নার্গিস আক্তার নুপুরের (৩০) শরীরে এসিড নিক্ষেপ করেছেন স্বামী আবু তালেব। এতে চোখসহ স্ত্রীর মুখমন্ডল পুড়ে গেছে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে নাটোর 

সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসকরা অধিকতর উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এখন নুপরকে ঢাকায় নেওয়া হচ্ছে। 

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী আবু তালেব পলাতক রয়েছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গত এক বছর ধরে সাংসারিক বিভিন্ন বিষয়ে গৃহবধূ নার্গিস আক্তার নুপুর ও স্বামী আবু তালেবের মধ্যে বনিবনা হচ্ছিল না। এতে বেশ কয়েকবার পারিবারিকভাবে তাদের নিয়ে বিচার শালিস করেন স্থানীয়রা। এরই ধারবাহিকতায় আজ রাতে তাদের মধ্যে 

বাগবিতণ্ডা শুরু হলে স্বামী তালেব এসিড এনে নুপুরের মুখে নিক্ষেপ করেন। তখন নুপুরের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে স্বামী পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় নুপুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে তাকে নাটোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, স্বামী তালেবকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ