প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২০ ০৫:২৩:৫৮
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাগরিকদের মাস্ক পরা নিশ্চিত করতে আরো কঠোর হবে সরকার।প্রয়োজন হলে জরিমানার পরিমাণ বাড়িয়ে আরো বেশি সংখ্যায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিকদের মাস্ক পরার বিষয়টি আরো বেশি বেশি করে প্রচার করার জন্য, যাতে মানুষ মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে ভ্যাকসিন বলেন, আর ওষুধ বলেন প্রোটেকশন কোনো কাজে আসবে না।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘যেহেতু রাজধানীর হাসপাতালে রোগী বেড়ে গেছে, সেটা থেকে মনে হচ্ছে যে, করোনা কিছুটা বেড়েছে।’
তিনি বলেন, ‘কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারীর মধ্যে জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে জরিমানায় কাজ না হলে, শাস্তি আরো কঠোর করার নির্দেশ দেয়া হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বলেছি, আরো এক সপ্তাহ দেখতে।জরিমানায়ও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আরেকটু কঠোর শাস্তির দিকে যেতে হবে।’
তিনি জানান, ঢাকায় রোববার ৩৭টি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪/হারুন
চীনের মধ্যস্থতায় মার্চে ফিরতে পারে ৪১ হাজার রোহিঙ্গা
নির্বাচিত হয়েই আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন কাউন্সিলর
১৮ দিনের সন্তান রেখে যুবলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা
বিনামূল্যে উদ্যোক্তা সৃষ্টিতে বিডার সাফল্য
চাকরিচ্যুত প্রবাসীদের জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে:প্রধানমন্ত্রী
কুষ্টিয়ার পুলিশ সুপারকে তলব করেছেন:হাইকোর্ট
বিএনপিকে ভ্যাকসিন দেয়ার জন্য হয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবেন:তথ্যমন্ত্রী