প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২০ ১২:৪০:০৮
ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনায় আক্রান্ত। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। কয়েকটা দিন ভালোই কাটছিলো। কিন্তু ১৫ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
এরপর তাকে পরদিন সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে সার্বক্ষণিক তার সঙ্গী হয়ে আছেন স্ত্রী ফারহানা ফারুক।
তবে বাসায় থাকাকালীন বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ফারুকের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসি। এই অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচদিন ধরে করোনায় আক্রান্ত তুলসি।
বাবার সংস্পর্শে গিয়েই তার শরীরে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে খাবার ও ওষুধ গ্রহণ করছেন।
তবে করোনা থেকে মুক্ত আছেন নায়ক ফারুকের একমাত্র পুত্র শরৎ।
প্রজন্মনিউজ২৪/নাজমুল
১৮ দিনের সন্তান রেখে যুবলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা
৮ মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু আজ
বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে
১৭ বছরের নাবালিকাকে ৩৮ জন মিলে একাধিকবার ধর্ষণ
তিন কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান
করোনাভাইরাস: বিশ্ব জুড়ে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ৬৫ হাজার ছাড়াল