বইঘর নিবেদিত জাতীয় সাহিত্য ও সংস্কৃতি উৎসবের রেজিস্ট্রেশন চলছে

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২০ ১১:০০:৩৩

বইঘর নিবেদিত জাতীয় সাহিত্য ও সংস্কৃতি উৎসবের রেজিস্ট্রেশন চলছে

সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কৌতুহলী মানুষের জন্য ইন্টেলিজেন্ট মাইন্ডস এবার আয়োজন করছে ‘বইঘর নিবেদিত ১ম জাতীয় সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০২০ পাওয়ার্ড বাই অগ্রদূত এন্ড কোম্পানি’।

সাহিত্য ও সংস্কৃতির ওপর ভিত্তি করেই সাজানো হয়েছে এই আয়োজনের ১৫টি সেগমেন্টস। সেগমেন্টসগুলোর মধ্যে রয়েছে- সাহিত্য অলিম্পিয়াড,সংস্কৃতি অলিম্পিয়াড,বাংলা অলিম্পিয়াড,কবিতা লেখা,কবিতা আবৃতি,নাচ,গান,তাৎক্ষণিক গল্প লেখা,বুক রিভিউসহ রয়েছে একক ও দলগত কুইজ।

ইভেন্টটি সফল করতে সারাদেশ থেকে কাজ করছেন ১৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫০ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। ইভেন্টের বিজয়ীদের জন্য রয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট ভাউচারসহ ৩০ হাজার টাকার বই। এই ইভেন্টের রেজিস্ট্রেশন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

আগ্রহী সবাইকে এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন ইন্টেলিজেন্ট মাইন্ডস-এর প্রেসিডেন্ট মহিবুর আলম মহিম। তিনি বলেন, এ সকল ইভেন্টে অংশগ্রহণের মধ্য দিয়েই মানুষ তার সুপ্ত প্রতিভা খুঁজে পেতে ও সবার মাঝে তুলে ধরতে পারে।

ইভেন্টটিতে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বইঘর এবং পাওয়ার স্পন্সর হিসেবে রয়েছে অগ্রদূত অ্যান্ড কোম্পানি। 

প্রজন্মনিউজ২৪/নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ