করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে না পারলে আসবে তৃতীয় ঢেউ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২০ ১০:৪৭:১৪

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে না পারলে আসবে তৃতীয় ঢেউ

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ প্রবাহিত হচ্ছে বিশ্বের কয়েকটি দেশে। এই ঢেউ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যর্থ হলে আগামী বছরের শুরুতেই ইউরোপে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-নাইনটিন বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো।

সুইজারল্যান্ডের কয়েকটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের আশঙ্কার কথা জানান তিনি।

নাবারো বলেন, ‘ইউরোপের দেশগুলো প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গরমের মাসগুলোতে এই ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ব্যর্থ হয়েছে। এখন আমাদের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হচ্ছে।’

যদি তারা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করে তবে আগামী বছরের শুরুতে তৃতীয় ঢেউ দেখতে হবে বলে সতর্ক করে দেন তিনি।

এদিকে জি-টোয়েন্টি সম্মেলনে দরিদ্র দেশগুলোর জন্য ভ্যাকসিন সুবিধা নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৩ নভেম্বর, সোমবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৫ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৫৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৩ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৭ লাখ ৬৩ হাজার ৯৫০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৬৮ লাখ ২২ হাজার ৫৭২ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ