প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২০ ১১:২২:০৪
মোঃ ফাহাদ হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. মহিনুজ্জামান নিয়োগ পেয়েছন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়। এবং বিজ্ঞপ্তিতে ড. মহিনুজ্জামানকে আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব পেয়ে বিভাগটি সম্পর্কে তার অনুভূতি ও পরিকল্পনা সম্পর্কে ড. মহিনুজ্জামান বলেন, সাধারণত বিভাগের চেয়ারম্যান একটি রুটিন ওয়ার্ক দায়িত্ব। এর আগেও আমি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। চেয়ারম্যান হিসেবে আগামীর দিনগুলোতেও যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বিভাগের সেশনজট সমস্যা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা ইতোমধ্যে আমার সাথে যোগাযোগ করেছে আমি তাদের সাথে কথা বলেছি অতি শিগগিরই যেন তাদের এই সমস্যা থেকে উত্তোরণ করা যায়। এবং
অন্যান্য বর্ষের ক্লাস রিপ্রেজেনটেটিভ সাথে মিটিং ডেকেছি তাদের কোন কোন ব্যাচে কি কি সমস্যা রয়েছে এইগুলো যেন আমাকে অবগত করা হয় সেই আলোকে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।
উল্লেখ্য, ড. মহিনুজ্জামান হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নোয়াখালী কলেজ থেকে এইচএসসি সম্পূর্ণ করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এবং চীনের তাইজান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী সম্পূর্ণ করেন।
প্রজন্মনিউজ২৪/নুর/ফাহাদ
রাজশাহী কলেজে ৭ মার্চ দিবস পালিত
মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করল নোবিপ্রবি
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ৭ মার্চ উদযাপন
পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা
'অগ্নিঝরা মার্চঃ সুবর্ণ স্বাধীনতায় বাংলাদেশ'
আসামি নিখোঁজ: জেলার প্রত্যাহার, কারারক্ষী বরখাস্ত