প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২০ ০৪:৫০:৩১
ডিসেম্বরে গ্র্যান্ড কনসার্টে অংশ নিতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। এটি চলতি বছর দলটির জন্য সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। আর এই আয়োজনে দলটি সুযোগ দিতে চায় নবীন পাঁচ ব্যান্ডকে, যাদের প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হবে। এমনটাই জানালেন চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য ও গায়িকা শারমীন সুলতানা সুমি।
তিনি বলেন, ‘ডিসেম্বরের কনসার্টটির বিষয়ে আজ-কালের মধ্যেই একটি ঘোষণা আসবে। এই আয়োজনে আমরা সুযোগ দিতে চাই নবীন পাঁচটি ব্যান্ডকে, যাদের আমরা বাছাই করব আটটি বিভাগীয় শহর থেকে।’
সুমি জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ-বিভাগের দলগুলো এই বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এ জন্য তাদের গানের রেকর্ডিং পাঠাতে হবে। এখান থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে পাঁচটি ব্যান্ডকে। ভিডিও ক্লিপ পাঠানো যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। বাছাই শেষে সেরা ৫ ব্যান্ডকে নিয়ে গ্রুমিং সেশনে যাবে চিরকুট।
প্রজন্মনিউজ২৪/নাজমুল
চীনের মধ্যস্থতায় মার্চে ফিরতে পারে ৪১ হাজার রোহিঙ্গা
নির্বাচিত হয়েই আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেন কাউন্সিলর
নবগঠিত গাজীপুর জেলা ভাড়াটিয়া পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
১৮ দিনের সন্তান রেখে যুবলীগ নেতার স্ত্রীর আত্মহত্যা
কাজি-ঘটকদের বাল্যবিয়ের সঙ্গে জড়িত না থাকার প্রতিজ্ঞা