করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা ফারুক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২০ ১২:০৪:৫৩

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা ফারুক

জনপ্রিয় অভিনেতা ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সন্ধ্যায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা ও আ’লীগ সংসদ সদস্যের স্ত্রী ফারহানা ফারুক।

অভিনেতার স্ত্রী জানান,সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে কয়েকদিন ভালো ছিলেন।কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলে,করোনার নমুনা পরীক্ষা করা হয়।সেখানে তার রিপোর্ট পজিটিভ এসেছে।চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।তবে ফারুকের স্ত্রী ফারহানা ফারুকও করোনা টেস্ট করালে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

উল্লেখ্য,১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমায় নাম লেখান তিনি। এরপর ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

ফারুক ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ সিনেমা জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন এই চিত্রনায়ক।

প্রজন্মনিউজ২৪/মুজাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ