নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২০ ১০:৩৫:৪৫

নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্বে পেরুকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা।দলের পক্ষে একটি করে গোল করেন নিকোলাস গনজালেস ও লওটারো মার্টিনেজ।

২০০৪ সালের সেপ্টেম্বরের পর প্রথম পেরুর মাঠে জিতল আর্জেন্টিনা।এর আগে তিনবারের দেখায় তিনবারই ড্র করে আর্জেন্টিনা।

এই জয়ে বাছাই পর্বে চার ম্যাচে তিন জয় নিয়ে আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

বুধবার আরেক ম্যাচে ব্রাজিল সমান ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে শীর্ষে অবস্থান করছে।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা।বারবার আক্রমণে গোলের সুযোগ তৈরি করছিল অতিথিরা।সেজন্য গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি।১৭ মিনিটে জিওভানি লো সেলসোর ক্রস থেকে ডি বক্সের ভেতরে বল পান নিকোলাস গনজাসেল।আলতো টোকায় রক্ষণের এক খেলোয়াড়কে কাটিয়ে বামপায়ে শট নিয়ে পেরুর জালের পাঠান গনজালেস।

১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনিজ।মধ্যমাঠ থেকে লেনার্ডো পেরেডেসের বানিয়ে দেওয়া বল নিয়ে ডি বক্সে ঢুকেন মার্টিনিজে।গোল রক্ষক এগিয়ে এসে বল ধরতে চেয়েছিলেন।কিন্তু তাকে ড্রিবলিং করে বল নিয়ে আরো ভেতরে ঢুকেন ফরোয়ার্ড। এরপর বামপায়ের শটে বল পাঠান জালে।

ম্যাচের শুরুতেই দুই গোলের লিড পেয়ে যাওয়ায় আর্জেন্টিনা বাকিটা পথ স্বস্তিতে কাটিয়ে দেয়।মধ্যমাঠে মেসি ছিলেন বল বানিয়ে দেওয়ার ভূমিকায়।সতীর্থদের একাধিক বল পাস করছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।একাধিক সুযোগও তৈরি হয়েছিল।ফরোয়ার্ডরা ফিনিশিং করতে পারলে জয়ের ব্যবধান বাড়ত।

মেসি নিজেও সুযোগ সৃষ্টি করেছিলেন।৩৮ মিনিটে তার বাঁকানো শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।৭৪ মিনিটে মেসির শট দারুণ দক্ষতায় ফিরিয়েছেন গোলরক্ষক।

ঘরের মাঠে পেরু প্রথমার্ধে লড়াই করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতে অতিথিদের চেপে ধরেছিল।৫৩ ও ৫৬ মিনিটে দুইটি গোল প্রায় হয়েই গিয়েছিল।কিন্তু ভাগ্য সাথে না থাকায় গোলের মুখ দেখা হয়নি স্বাগতিকদের।

প্রজন্মনিউজ২৪/মুজাহিদ

এ সম্পর্কিত খবর

দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

খিলগাঁওয়ে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যা

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব?

ফরিদপুরে মন্দিরে আগুন, এলাকাবাসীর পিটুনিতে নিহত ২

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ