রোনালদো বোল্টের চেয়ে জোরে দৌড়ান

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২০ ০৫:১০:৫১

রোনালদো বোল্টের চেয়ে জোরে দৌড়ান

 

সর্বকালের সেরা দৌড়বিদ মনে করা হয় উসাইন বোল্টকে। তিনিই কিনা দৌড়ে এবার নিজের থেকে এগিয়ে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তিনি বলেন, এতটুকু নিশ্চিত ক্রিস্টিয়ানো এখন আমার চেয়ে অনেক জোরে দৌড়ায়।

উসাইন আরও বলেন, সে প্রতিদিন ব্যায়াম করে, সে একজন সুপার অ্যাথলেট। সবসময় খেলার উপরেই তার স্থান। কঠোর পরিশ্রম আর মনোযোগ ধরে রাখে। আমি বলতে পারি সে এখন আমার চেয়েও জোরে দৌড়ায়।

উল্লেখ্য, ২০১৭ সালে ট্র্যাক ছেড়ে অবসরে যান বোল্ট। অলিম্পিকের ইতিহাসে অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপহার দেওয়া এই তারকার দখলে আছে ১০০ ও ২০০ মিটার দৌড়ের দ্রুততম রেকর্ড।

২০০৯ সালে বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন বোল্ট। তাছাড়া, ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়েও করেছিলেন বিশ্বরেকর্ড।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন