আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২০ ০৬:৩২:২৭

আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর দাফন সম্পন্ন

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী ল্যান্স করপোরাল মো. আব্দুল্লাহ আল মামুনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে ঢাকা সেনানিবাসের চপার্স ডেন-এ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গত ২৫ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান ল্যান্স করপোরাল আব্দুল্লাহ আল মামুন। সেখান থেকে ৬ নভেম্বর তার লাশ দেশে আনা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের চপার্স ডেন-এ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর সেনাবাহিনী প্রধানের পক্ষে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফরটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শান্তিরক্ষীর মরদেহ আর্মি অ্যাভিয়েশনের হেলিকপ্টারযোগে সিরাজগঞ্জের বিন্দু পাড়া বি এ কলেজ রোডের বাড়িতে পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় নিহতের দাফন সম্পন্ন হয়।

প্রজন্মনিউজ২৪/মেহেদী

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ