ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যা, স্বামী আসামি

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২০ ১০:৩২:০১

ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যা, স্বামী আসামি

যশোরের ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহত পুতুল রানী দাসের (১৬) মা পুষ্পরানী ঝিকরগাছা থানায় এ মামলা করেন। মামলায় পুতুলের স্বামী প্রদীপের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করা হয়েছে। পুতুল রানী ঝিকরগাছার কাউনিয়া দাসপাড়ার প্রদীপের স্ত্রী।

ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক জানান, পুতুল রানীর মৃত্যুর ঘটনায় তার মা বুধবার রাতে মামলা করেন। মামলায় পুতুলের স্বামী প্রদীপকে আসামি করা হয়েছে।

এদিকে, পুতুলের লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। এরপর বৃহস্পতিবার ধর্মীয় রীতি মেনে তার লাশ সমাধিস্থ করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এসময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মারাত্মক দগ্ধ পুতুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার তার মৃত্যু হয়।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ