আওয়ামী লীগের লুটপাট সিন্ডিকেটে দ্রব্যমূল্য আকাশছোঁয়া: মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২০ ০৬:২১:২৫

আওয়ামী লীগের লুটপাট সিন্ডিকেটে দ্রব্যমূল্য আকাশছোঁয়া: মির্জা ফখরুল

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের লুটপাট এবং সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য আকাশছোঁয়া। প্রতিটি পণ্যের দাম দ্বিগুণ-তিনগুণ।’ এই পরিস্থিতিকে দুঃশাসন আখ্যা দিয়ে এর থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, কৃষক, শ্রমিকদের বেতন বাড়ছে? তাঁদের জীবনধারণ দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। সরকার বেতন বাড়াচ্ছে সরকারি কর্মকর্তাদের।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের মহাসচিব প্রতিদিন কথা বলেন। সুবেশী মানুষ। চমৎকার আসনে, চমৎকার কক্ষে বসে কথা বলেন। শুনেছি তিনি ছাত্রজীবনে নাটক করতেন। তাঁর বক্তব্য একটাই, বিএনপির এই নাই, ওই নাই। বিএনপি সংকটে পড়েছে, নেতৃত্ব নাই। বিএনপির যদি এত না-ই থাকে, তাহলে মুখে সারাক্ষণ বিএনপি কেন? কারণ, তিনি জানেন বিএনপিই একমাত্র দল, যারা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, এই দুঃশাসনের অবসান করতে পারে।

দেশের গণতান্ত্রিক চেতনা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ’৭২–এও তারা এই কাজ করেছিল। ক্ষমতাকে স্থানীয় করার জন্য বাকশাল করেছিল। একইভাবে তারা এখনো কাজ করে যাচ্ছে। এই দুঃশাসন থেকে মুক্তির জন্য ঐক্য, ঐক্য, ঐক্য এবং জাতীয় ঐক্য প্রয়োজন।

প্রজন্মনিউজ২৪/ হোসাইন নূর

 

এ সম্পর্কিত খবর

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ কেএনএফ সদস্য কারাগারে

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

আধুনিক ওয়ার্ড গঠনে কাউন্সিলর প্রার্থী হতে চান সোহেল

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে তা সর্বজনবিদিত

হাতিয়াতে ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান

ভোলার তজুমদ্দিনে চর দখল নিয়ে বিরোধ" দফায় দফায় সংঘর্ষ"খুনের শঙ্কা

হ্যাপিং হ্যান্ডস্ সমাজ কল্যাণ সংস্থার গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত

হাবিপ্রবি ছাত্রলীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

নির্দিষ্ট একটি দেশের ইশারায় চলে বাংলাদেশ : ব্যারিস্টার আবু সায়েম

বুয়েটের সব পরীক্ষা স্থগিত ঘোষণা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ