টস জিতে প্রথম ইনিংসে পাকিস্থানের সংগ্রহ ২৮১ রান

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২০ ০৫:৩৪:৫২

টস জিতে প্রথম ইনিংসে পাকিস্থানের সংগ্রহ ২৮১ রান

করোনার সংক্রমণ এখনও ব্যাপকহারে বিরাজমান।একদিনে ৫ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে মহামারি এই ভাইরাসে।তবুও করোনার মধ্যেই পাকিস্তানে খেলতে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

করোনার মধ্যেই পাকিস্তানের সাথে জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আজ রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের বহুল আকাঙ্খিত ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই টস জিতে পাক অধিনায়ক বাবর আজম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান। ইমাম-উল হক ৫৮, আবিদ আলি ২১, বাবর আজম (অধিনায়ক)১৯, হারিস সোহেল ৭১, মোহাম্মদ রিজওয়ান(উইকেটরক্ষক)১৪, ইফতিখার আহমেদ ১২, ফাহিম আশরাফ ২৩, ওয়াহাব রিয়াজ ০৮, শাহিন আফ্রিদি ০৮ এবং ৩৪ রান করে অপরাজিত রয়েছেন ইমাদ ওয়াসিম।ব্যাট করেন নি হারিস রউফ ।অতিরিক্ত এসেছে ১৩ রান।

অপরদিকে জিম্বাবুয়ের পক্ষে উইকেট পেয়েছেন চার্ল মুম্বা ১টি, সিকান্দার রাজা ১টি, টেন্ডাই চিসোরো ২টি এবং ব্লেসিং মুজরাবানি ২টি।

পাকিস্তান একাদশ

আবিদ আলি, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি।

জিম্বাবুয়ে একাদশ

ব্রায়ান চারি, চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিন উইলিয়ামস, উইসলি মাধভেরে, টেন্ডাই চিসোরো, চার্ল মুম্বা, রিচার্ড এনগারাবা, ব্লেসিং মুজরাবানি।

প্রজন্মনিউজ২৪/হোসাইন নূর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ