মোঘল শিল্পকলার অপূর্ব্ নিদর্শন ঝাউদিয়া শাহী মসজিদ

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২০ ০৫:৩১:০১

মোঘল শিল্পকলার অপূর্ব্ নিদর্শন ঝাউদিয়া শাহী মসজিদ

কুষ্টিয়া সদর থানার ঝাউদিয়া গ্রামে মোঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে জমিদার শাহ সুফি আহমদ আলী ওরফে আদারী মিয়া মসজিদটি নির্মাণ করেন। এটি মোঘল শিল্পকলার এক অপূর্ব নিদর্শন। বর্তমানে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণ করে আসছে।

মসজিদটি কুষ্টিয়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার মধ্যবর্তী স্থানে ঝাউদিয়া গ্রামে অবস্থিত। যা দেখতে প্রতিদিনই শত শত দর্শনার্থীর আগমন ঘটে। ভ্রমণপিপাসুদের আগমনে মুখরিত হয়ে ওঠে স্থানটি। তবে তাদের জন্য তেমন সুযোগ-সুবিধা নেই। নেই বিশ্রামের জায়গা।স্থানটি দর্শনীয় হওয়া সত্ত্বেও দর্শকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় পর্যটকরা এলেও অবস্থান করতে পারেন না। অন্যদিকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মসজিদটি তার জৌলুসও হারাচ্ছে।

ঝাউদিয়া শাহী মসজিদের সুদৃশ্য পাঁচটি গম্বুজ রয়েছে। চার কোণায় রয়েছে চারটি নান্দনিক মিনার এবং ভেতরে প্রবেশ দরজায়ও রয়েছে দুটি মিনার। এটি অপূর্ব শৈল্পিক কারুকাজ সম্বলিত একটি স্থাপনা, যা সবাইকে সহজেই মুগ্ধ করে।

ইতিহাস বলছে, আজ থেকে তিনশত বছর আগে ঝাউদিয়া গ্রামে ঐতিহ্যবাহী শাহী মসজিদটি প্রতিষ্ঠিত হয়। মোঘল সম্রাট শাহজাহান এই মসজিদের নির্মাণ ব্যয় বহন করেন। সে সময় নির্মাণ কাজ পরিচালনা করেন শাহ সুফি আদারী মিয়া চৌধুরী।

ধর্মপ্রচারক শাহ সুফি আদারী মিয়া চৌধুরী ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার বংশধর ১৯৬৯ সালে হাসান চৌধুরী তৎকালীন সরকারের সাথে একটি রেজিস্ট্রি চুক্তিনামা অনুযায়ী মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করেন।

চুক্তিনামা অনুযায়ী, এ মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন হাসান আলী চৌধুরী অথবা তার বংশধর। বর্তমানে মসজিদ কমিটিতে তারই বংশধর। তারাই মসজিদটি পরিচালনা করছেন।

নিপুণ কারুকার্যে নির্মিত মসজিদটি পরিদর্শনে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ ভিড় করেন। বিশেষ করে প্রতি জুমার দিন এখানে লোক ধারণের জায়গা থাকে না। তাই মসজিদটিকে ঘিরে কিছু কুটির শিল্পও গড়ে উঠেছে।

প্রজন্মনিউজ২৪/ হোসাইন নূর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ