করোনা সংক্রমণের দৈনিক নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২০ ০৪:৪৬:০৬

করোনা সংক্রমণের দৈনিক নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে আবারও দৈনিক করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন করে দেশটিতে আরও ৮৩ হাজারেও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোম অ্যাডামস সতর্ক করেছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তবে উন্নত চিকিৎসার কারণে আগের চেয়ে মৃত্যুর হার কমেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮৪ লাখ ৯৩ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১৭ জুলাইয়ে সর্বশেষ সর্বোচ্চ ৭৬ হাজার ৮৪২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। শুক্রবার আক্রান্তের সংখ্যা সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

জুলাইয়ের পর গত সাত দিনে দেশটিতে ৪ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। দ্বিতীয় ঢেউয়ে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে দেশটি মধ্যপশ্চিমাঞ্চলে। বিশেষ করে নর্থ ডকোটা, মন্টানা এবং উইসকনসিনের মতো রাজ্যে এ সংক্রমণ বেশি শনাক্ত হয়েছে।


প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ