রিজভী দুএকদিনের মধ্যে বাসায় ফিরবেন, শারীরিক অবস্থা ভালো  

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২০ ০২:৫৫:১১

রিজভী দুএকদিনের মধ্যে বাসায় ফিরবেন, শারীরিক অবস্থা ভালো  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। দুএকদিনের মধ্যে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরবেন তিনি।

তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার যুগান্তরকে জানান, ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। আজকালের মধ্যে তিনি হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন। 

‘তবে তিন সপ্তাহ পর আবার হাসপাতালে ভর্তি হয়ে এনজিওগ্রাম করাতে হবে। তার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার এমপিআই টেস্ট করাতে হবে।’

এদিকে অসুস্থতার পর দলের নেতাকর্মীসহ সারা দেশের মানুষ তার জন্য দোয়া করায়, অনেকে হাসপাতালে গিয়ে খোঁজখবর নেয়ায় সবার প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন রিজভী।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষ করে দলীয় কার্যালয়ে ফেরার পথে রিজভীর হার্ট অ্যাটাক হয়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সোহরাবুজ্জামান ও অধ্যাপক জাহেদের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়। 

রিজভীর হার্টে একটি ব্লক ধরা পড়লেও সেটি ইনজেকশনের মাধ্যমে কিছুটা অপসারণ করা হয়েছে। কয়েক সপ্তাহ পর আবার পরীক্ষা করাতে হবে। পরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ