সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২০ ০৬:২০:৩৫

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ইরানের বিরুদ্ধে মার্কিন মন্তব্যকে ঘিরে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান।তেহরান চলতি বছরের নভেম্বরে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে এমন ভিত্তিহীন দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার সুইস রাষ্ট্রদূতকে তলব করা হয়।    

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র খাতিবজাদেহ রাষ্ট্রীয় টিভিতে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমেরিকান কর্তৃপক্ষের ভিত্তিহীন ও মিথ্যা দাবি সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের মাধ্যমে প্রত্যাখ্যান করছে।আমরা আগেও বলেছি মার্কিন নির্বাচনে কে জিতল ইরান তার পার্থক্য করে না। 

ওয়াশিংটন ও তেহরান উভয় দেশের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় সুইজারল্যান্ড মার্কিন স্বার্থের প্রতিনিধিত্ব করে। 

এর আগে বুধবার মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক জন র‌্যাটক্লিফ বলেছেন, ৩ নভেম্বর মার্কিন নির্বাচনে রাশিয়া ও ইরান উভয় দেশ হস্তক্ষেপের চেষ্টা করছে। 

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু সমঝোতা হয় তেহরানের সঙ্গে।  ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যায়।  এরপর থেকে উভয় দেশের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।  এছাড়া ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা চাপিয়েছে ট্রাম্প প্রশাসন।  

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ