মেসি এভাবে খেললে আমার কোনো অভিযোগ নেই : রোনাল্ড কোম্যান

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২০ ০৪:৪৩:০৯

মেসি এভাবে খেললে আমার কোনো অভিযোগ নেই : রোনাল্ড কোম্যান

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন আসরে উড়ন্ত সূচনা করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। হাঙ্গেরির ক্লাব ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এ ম্যাচে একটি করে গোল-এসিস্টের পাশাপাশি দুর্দান্ত খেলেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

তিন ম্যাচ পর গোলের দেখা পাওয়া মেসির এমন পারফরম্যান্সে বেজায় খুশি বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন খেলতে থাকলে মেসির প্রতি তার আর কোনো অভিযোগ থাকবে না এবং দলও অনেক উপকৃত হবে।

ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের আগে স্প্যানিশ লা লিগায় টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মেসি। যে কারণে মঙ্গলবারের ম্যাচের আগে মেসির ওপর নিজের হতাশার কথা আকারে ইঙ্গিতে বুঝিয়েছিলেন বার্সা কোচ। তবে এক ম্যাচ পরই তার মন ভরিয়ে দিয়েছিলেন বার্সা অধিনায়ক মেসি।

তাই তো ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ। ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার পর কোম্যান বলেন, ‘সে (মেসি) যদি আজকের মতো করে খেলতে থাকে, তাহলে আমার তার প্রতি কোনো অভিযোগ থাকবে না।’

তিনি আরও করেন, ‘সে কঠোর পরিশ্রম করেছে। গোলটা হয়তো পেনাল্টি থেকে করেছে কিন্তু আমিও আমার খেলোয়াড়ি জীবনে পেনাল্টি থেকে অনেক গোল করেছি। সে যদি গোল নাও পায় কিন্তু ম্যাচে ২-৩টি এসিস্ট করে তাতেও হবে। আমরা এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না।’

‘একজন কোচের জন্য সবচেয়ে ভালো বিষয় হলো তার আক্রমণভাগের খেলোয়াড়রা দারুণ খেলছে। আমি মনে করি, আমরা দেখেছি যে আমাদের ফরোয়ার্ড লাইনের খেলোয়াড়রা ভালো করছে। দুর্দান্ত মেসির জোড়া এসিস্টের পর আমরা অনেক খুশি। মেসিকে আমরা বিভিন্ন পজিশনেই খেলাতে পারি। কেননা আক্রমণভাগে অসাধারণ খেলোয়াড় রয়েছে আমাদের।’

প্রজন্মনিউজ২৪/ফরিদ

এ সম্পর্কিত খবর

ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

খিলগাঁওয়ে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যা

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব?

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ