১১ কিস্তিতে শেষ হবে ফাস্ট এন্ড ফিউরিয়াস!

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২০ ০৪:২৫:১৪

১১ কিস্তিতে শেষ হবে ফাস্ট এন্ড ফিউরিয়াস!

শেষ হচ্ছে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’। তবে সেটি ১১তম কিস্তির পর। সম্প্রতি দশম কিস্তি শেষ করে সিনেমাটিকে ১১তম ধাপে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানালো এর প্রযোজনা প্রতিষ্ঠান।

গাড়ির গতির ঝড় তোলা দুনিয়ার অন্যতম জনপ্রিয় এই সিনেমাটিকে নিয়ে সম্প্রতি একটি অনলাইন জরিপ চালায় ইউনিভার্সেল পিকচার্স। সেই জরিপে দেখা যায় ১০ম পর্বে গিয়েই সিনেমাটির সমাপ্তি চান না বেশিরভাগ দর্শক।

তবে এর অর্থ এই নয় যে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিরিজের ১১তম পর্বের পরই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। ১১ কিস্তি শেষ হওয়ার পর সিনেমাটি আবার নতুন করে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ইউনিভার্সেল পিকচার্সের। সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে নামসহ অনেক কিছুতেই পরিবর্তন আসতে পারে।

চলতি বছরের শুরুতেই ঘোষণা আসে সিনেমাটির তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং নবম কিস্তির পরিচালক জাস্টিন লিনকে দিয়ে বাকি চূড়ান্ত দুটি কিস্তি পরিচালনা করেই শেষ হচ্ছে প্রায় দুই দশকের জনপ্রিয় এই সিনেমা সিরিজটি। ঘোষণাটি আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় দর্শকদের নানা আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, ২০০১ সালের ২২ জুন ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ শিরোনামে যাত্রা শুরু করে সিনেমাটি। পরিচালক নেল এইচ মরটিজের প্রথম দুই কিস্তির দারুণ দর্শকপ্রিয়তার পর আর পিছু ফিরে তাকাতে হয়নি এ সিরিজকে। দুর্দান্ত অ্যাকশন এবং থ্রিলিং দিয়ে দর্শকের মনে জায়গা করে নেয় সিনেমাটি।

সেই জনপ্রিয়তাকে সামনে রেখে আসন্ন সিনেমা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-৯’- আনা হয়েছে বড় পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম সফল অভিনেতা ডোইয়াইন জনসন রককে বিরতি দিয়ে তার জায়গায় আসছেন জন সিনা। তবে এতে রক ভক্তদের মন খারাপ করার কিছুই নেই। আবারো ১০ কিস্তিতে ফিরে আসবেন দ্য রক।

প্রজন্মনিউজ২৪/ফরিদ

এ সম্পর্কিত খবর

ইউপি চেয়ারম্যানরা পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন

চুয়াডাঙ্গায় সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে রাবিতে 'মলাট' চালু

জলবায়ু পরিবর্তনের মূল আঘাত যাচ্ছে এশিয়ার ওপর দিয়ে: জাতিসংঘ

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত

হারের দায় মুস্তাফিজের কাঁধে দিতে চান না অধিনায়ক

বোরহানউদ্দিন উপজেলায় ভোটার স্মার্ট কার্ড বিতরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ