কৃষক লীগের ১১ মাস পর ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২০ ০৫:১৭:২৩

কৃষক লীগের ১১ মাস পর ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্মেলনের ১১ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। সোমবার ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সংগঠটির।  কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ত‌্যাগী, পরীক্ষিত এবং নবীণ-প্রবীনের সমন্বয়ে কমিটি হয়েছে জানিয়ে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র রাইজিংবিডিকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি যে খসড়া জমা দেওয়া হয়েছিল, এক জায়গায় সংশোধন এনে কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কমিটি অনুমোদনের চিঠিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নবনির্বাচিত সব সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতীয় কৃষক লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী হিসেবে পরিণত করবেন।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ-আধুনিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করা এবং তাদের ঐক্যবদ্ধ করতে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

গত বছরের ৬ নভেম্বর কৃষক লীগের সম্মেলনে সমীর চন্দ সভাপতি ও উম্মে কুলসুম স্মৃতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রজন্মনিউজ২৪/এমএস

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ