জঙ্গি শামীমের দাফন হলো ৩ বছর পর 

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২০ ০৫:৪২:৩৯

জঙ্গি শামীমের দাফন হলো ৩ বছর পর 

নিহত হওয়ার তিন বছর পর জঙ্গি শামীমের মরদেহ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে ওই জঙ্গির মরদেহ হস্তান্তর করা হয়। 

র‌্যাব-১ এর আইন কর্মকর্তা সিনিয়র এসপি নজমুল হক জানান, নিহত জঙ্গি শামীমের বাড়ি নরসিংদীতে। বাবার নাম সাইদুর রহমান। একটা সময় শামীম বিদেশে ছিলেন। নব্য জেএমবির সদস্য শামীম ২০১৭ সালের ১৭ মার্চ হযরত শাহজালাল বিমানবন্দরের কাছে আশকোনায় র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলা চালালে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এ র‌্যাব কর্মকর্তা আরও বলেন, নিহত ব্যক্তির পাসপোর্টের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করে র‌্যাব। তবে নিহতের পরিবার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানালে যথাযথ প্রক্রিয়া শেষে দাফনে রোববার আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়

প্রজন্মনিউজ২৪/এমএস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ