সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের কড়া সমালোচনায় ইমরান খান

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২০ ০৫:০৪:০০

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের কড়া সমালোচনায় ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কঠোর সমালোচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

সেনাবাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি ও ইসলামাবাদে ‘পুতুল সরকার’ বসানোর অভিযোগ করায় শনিবার তিনি নওয়াজ শরিফকে একহাত নিয়েছেন। খবর পিটিআইয়ের।

পাকিস্তানের পাঞ্জাবপ্রদেশে গত শুক্রবার এক বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে নওয়াজ অভিযোগ করেন, তার সরকার উৎখাত করেছিলেন সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

বিচার বিভাগকে চাপে রাখা এবং ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদে বসানোর পেছনেও সেনাবাহিনীর হাত রয়েছে।

নওয়াজ পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা। দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে দেশটির সুপ্রিমকোর্টের আদেশে তিনি ক্ষমতা থেকে অপসারিত হন।

২০১৮ সালের নির্বাচনে হস্তক্ষেপের মাধ্যমে ইমরান খানের বিজয় নিশ্চিত করার জন্য এই প্রথম দেশটির সেনাবাহিনীর তৎকালীন প্রধানের নাম মুখে নিয়ে সরাসরি অভিযোগ করলেন নওয়াজ।

আগে তিনি এ ব্যাপারে আকারে-ইঙ্গিতে অভিযোগ করলেও শুক্রবার সরাসরি সাবেক সেনাপ্রধানের নামোল্লেখ করে অভিযোগ করেন।

২০১৮ সালের নির্বাচনের পর সবচেয়ে বড় ওই বিক্ষোভ সমাবেশে নওয়াজ বলেন, ‘জেনারেল কামার জাভেদ বাজওয়া, আপনিই আমাদের সরকারকে উৎখাত করেছিলেন। অথচ সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করছিল। আপনার ইচ্ছাপূরণে জাতি ও দেশের ক্ষতি করেছিলেন।

তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইও জড়িত ছিল বলে অভিযোগ করেন নওয়াজ শরিফ।

নওয়াজের এমন অভিযোগের পর পাল্টা জবাব দেন ইমরান। তিনি বলেন, জেনারেল জিয়া-উল হকের জুতা পলিশ করে রাজনীতিতে এসেছিলেন নওয়াজ।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

এ সম্পর্কিত খবর

শুভ জন্মদিন ‘ক্রিকেট ঈশ্বর’

হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

হিটস্ট্রোকে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

ছয় দিনের সরকারি সফরে আজ বুধবার থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করতে পারবেন

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে রাবিতে 'মলাট' চালু

জলবায়ু পরিবর্তনের মূল আঘাত যাচ্ছে এশিয়ার ওপর দিয়ে: জাতিসংঘ

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ