নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২০ ০৫:৩৭:১৪

নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

সাব্বির আহমেদ : "নিরাপদ সমাজ গড়ি ও নারী নির্যাতন বন্ধ করি" এই শ্লোগানাকে সামনে রেখে আজ নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের আয়োজন করে ১নং গোলমুন্ডা ইউনিয়ন, জলঢাকা, নীলফামারী।

এতে উপস্থিত ছিলেন জনাব তোজাম্মেল হোসাইন চেয়ারম্যান  ১নং গোলমুন্ডা  ইউনিয়ন  পরিষদ, বিট পুলিশিং অফিসার জনাব আব্দুল হামিদসহ ইউপি সদস্যগন, ইউপি সচিব, অত্র ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, প্রচলিত আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় ধর্ষকরা বেঁচে যাচ্ছে। ফলে তারা আবারও ধর্ষণের মতো অপরাধে লিপ্ত হচ্ছে। এসব কারণেই প্রতিদিন ধর্ষণ ও শিশু নির্যাতন বাড়ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা গেলে এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়ন করলে এসব অপরাধ কমানো সম্ভব।

পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীলের ভূমিকা পালন করে নিজেদের নিরাপত্তা নিজেকেই নিতে হবে। সেইসাথে নারী ও শিশুর নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

প্রজন্মনিউজ২৪/ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ