কাপড় চুরির অভিযোগে ৫ জন গ্রেফতার

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২০ ০৬:৪৭:১৭

কাপড় চুরির অভিযোগে ৫ জন গ্রেফতার

সাভারে একটি তৈরি পোশাক কারখানা থেকে কাপড় চুরির অভিযোগে কারখানায় পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে সাভার পৌর এলাকার উলাইল কর্ণপাড়া এলাকার থেকে তাদের গ্রেফতার করা  হয়। পরে আজ দুপুরে তাদের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। 

কাপড় চুরির অভিযোগ ওঠা কর্মকর্তারা হলেন, স্টোর ইনচার্জ মেহেদী হাসান (২৬), কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান (৩১), সিকিউরিটি ইনচার্জ মশিউর রহমান (৪৭), সিকিউরিটি সুপারভাইজার এরশাদ মোল্ল্যা (২৫) ও স্টোর সহকারী আকবর হোসেন (৪০)।
পুলিশ জানান, ভোর রাতে ওই পাঁচ কর্মকর্তা ওই কারখানায় মজুদ রাখা প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিন টন কাপড় চুরি করে কারখানার মূল ফটক দিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কারখানা কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাপড় চুরি করার অভিযোগে পাঁচজনকে আটক করে।

এ ঘটনায় কারখানার কমপ্লায়েন্স ম্যানেজার মনিরুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রজন্মনিউজ২৪/এমএস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ