করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২০ ০৬:৩৪:৫৩

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি ছাড়াও তার স্ত্রী ,মেয়ে, এবং ব্যক্তিগত সহকারী এপিএস টু রিশাদ মোর্শেদের শরীরেও ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

গতকাল ১১ অক্টোবর, রবিবার রাতে নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে জানা গেছে। গণমাধ্যমে এ সংবাদ জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা  এ এস এম মামুন। তিনি জানান, স্ত্রীসহ বর্তমানে বাসায় আইসোলেশোনে আছেন আতিকুল ইসলাম।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, গতকাল ১১ অক্টোবর, রবিবার আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তিনিসহ পরিবারের সদস্যদের পরীক্ষার জন্য নমুনা জমা দেয়া হয়। পরে রাতে করোনা পরীক্ষায় এর ফলাফল পজিটিভ আসে। পরে মেয়রের সিটি স্ক্যান করা হয়েছে। এছাড়া অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানা গেছে।

গত ৭ অক্টোবর, বুধবার ডিএনসিসির উদ্যোগে চলমান খাল পরিষ্কার কার্যক্রম এবং বিভিন্ন খাল থেকে প্রাপ্ত মালামাল প্রদর্শনী পরিদর্শন করেন মেয়র। এসময় ব্যাপক জনসমাগম হওয়ায় সেখান থেকেই তিনি সংক্রমিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রজন্মনিউজ/আক্তার


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ