ধর্ষক কোনো পরিচয় বহন করে না : মাশরাফি

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২০ ১১:০০:২৯

ধর্ষক কোনো পরিচয় বহন করে না : মাশরাফি

ধর্ষণের বিরুদ্ধে জেগে উঠেছে গোটা দেশ। ফুঁসে উঠেছে জাতি। প্রতিবাদে মুখর হয়েছে। সোচ্চার হয়ে আন্দোলনে নেমেছে সবাই। নারী নির্যাতনের বিরুদ্ধে এক হয়ে বিক্ষুব্ধ জনতা এখন স্থায়ী প্রতিকার চাইছে। প্রতিবাদী হয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের মতো দেশসেরা ক্রিকেটাররা। নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর ঘটনার ৩২ দিন পর ভাইরাল হয় ভিডিওটি। এরপর গোটা দেশের মানুষের প্রতিবাদমুখর হয়ে পড়ে। এই সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাও। গত পরশু নিজের অফিশিয়াল ফেসবুকে নারী সহিংসতার বিরুদ্ধে রীতিমতো লড়াইয়ের ডাক দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এ ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে গোটা বাংলাদেশকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি সোচ্চার হয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ধর্ষণকারী যে-ই হোন না কেন, চেহারায় না হলেও মন মানসিকতায় ভীষণ কুৎসিত। টাইগারদের সাবেক অধিনায়ক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না।

 যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনো সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।

প্রজন্মনিউজ২৪/হাবিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ