প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২০ ১০:৫৫:৩৪
মো শরিফুজ্জামান, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলার রামপুর শালডাঙ্গা গ্রামের ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে এক যুবক।
বিরল উপজেলার রামপুর শালডাঙ্গা গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র জাহিদুর রহমান (১৯) ধর্ষণ করে।
এজাহার সূত্রে আরো জানা যায়, গত ১ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় ভ্যান চালক মেয়েকে বাড়িতে রেখে নিজের মাকে দেখতে কুড়িগ্রাম জেলার উলিপুরে যায়। রাত্রী আনুমানিক সাড়ে ৮ টায় তার স্ত্রী সন্তানদের নিয়ে রাতের খাওয়া শেষে সাংসারিক কাজ করছিল এবং তার মেয়ে বাড়ির বাহিরের আঙ্গিনায় পায়চারী করছিল এমন সময় আসামী জাহিদুর রহমান অসৎ উদ্দেশ্যে বাড়িতে ঢুকে পিছন দিক থেকে সহিদা খাতুনের মুখ চেপে ধরে বাড়ির পশ্চিম/দক্ষিণে আনুমানিক ১০০ গজ দূরে থাকা একটি লিচু বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় ওই তরুনীর ধস্তাধস্তিতে মুখের বাধন খুলে গেলে শিশুটির ডাক চিৎকারে ও কান্নার শব্দে আশে পাশের প্রতিবেশীরা টর্চ লাইট দিয়ে এগিয়ে যেতে থাকলে আসামী জাহিদুর রহমান তাদেরকে দেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আসামী জাহিদুর রহমানের পিতা মোঃ সাখাওয়াত হোসেন স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করার প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটির বাবা ভ্যান চালক শফিকুল ইসলাম স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করতে রাজি থাকলেও আসামীপক্ষ বিভিন্ন ভাবে টাল বাহানা করে আসছে। এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ প্রকাশ্যে হুমকী প্রদান করে। সেই সাথে বলে, আমি কোনো মীমাংসা করতে পারবো না, তোমাদের কিছু করার থাকলে করো। পরবর্তীতে ওই কিশোরীর বাবা থানায় গিয়ে আসামীর বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারার ধর্ষণ মামলা দায়ের করেন।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব বলেন, শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় ধর্ষণের মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪/জহুরূল
মসজিদের টাকা আত্মসাতকারীর বিচারের দাবীতে মানববন্ধন
বরগুনায় মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
যৌন কর্মীদের আইনগত স্বীকৃতি দিয়েছে ভারতীয় আদালত
গাইবান্ধায় অচেনা প্রানীর আক্রমনে ৪০ জন আহত
ঝিনাইদহ পৌরসভা নির্বাচন ,মেয়র প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ: ইউরোপের ইতিহাসে একটি দর্শনীয় ফাইনাল
সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা