ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের জন্য ভিজিএফ চাল বরাদ্দ

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২০ ০৩:১০:৪৮

ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের জন্য ভিজিএফ চাল বরাদ্দ

 

সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন (১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর) সময় জেলেদের জন্য ১০ হাজার ৫৬৬ দশমিক ৮৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এর আওতায় ৩৬ জেলার ১৫২ উপজেলায় মা ইলিশ আহরণে বিরত থাকা পাঁচ লাখ ২৮ হাজার ৩৪২ জেলে পরিবারকে ২০ কেজি হারে চাল দেয়া হবে। গত মৌসুমের তুলনায় এবার অতিরিক্ত এক লাখ ২০ হাজার ২৬৩ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

৩০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরী জ্ঞাপন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

একই সঙ্গে উল্লেখিত ভিজিএফ চালের পরিবহন ব্যয়ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে মঞ্জুরী জ্ঞাপন করা হয়েছে। ভিজিএফ চাল ৩০ অক্টোবরের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে বিরত থাকা ও প্রকৃত জেলেদের মধ্যে এ ভিজিএফ বিতরণ নিশ্চিতের জন্য বরাদ্দপত্রে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রজন্মনিউজ/এম.এইচ.টি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ