করোনায় মৃত্যু ২০ লাখে পৌঁছার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪৩:৫২ || পরিবর্তিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪৩:৫২

করোনায় মৃত্যু ২০ লাখে পৌঁছার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া মানুষের সংখ্যা ইতোমধ্যে ৯ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। এক-দুদিনের মধ্যে এ সংখ্যা দশ লাখ ছাড়াবে। এমন অবস্থায় এ ভাইরাস থেকে বাঁচতে দেশে দেশে চলছে ভ্যাকসিন আবিষ্কারের তোড়জোড়। কিন্তু এই ভ্যাকসিন কার্যকরভাবে ভ্যাকসিন ব্যবহারের আগে করোনায় মৃত্যু ২০ লাখে পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসের উৎপত্তির নয় মাসে মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ৪৫২ জন মানুষের (শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত)। একই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৭ লাখ ৬২ হাজার ১৩৩ জন হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান বলেন, আমরা করোনার প্রকোপের বাইরে নই। বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা ও লকডাউন শিথিল হওয়ায় করোনা সংক্রমণ বেড়েছে। এর কারণ হিসেবে যুবকদের দোষারোপ করা উচিত নয়।

সূত্র :  বিবিসি ও  রয়টার্স

প্রজন্মনিউজ২৪/ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ