টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে হামলা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২০ ০৪:৫৭:১৯

টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে হামলা

 

টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন কর্মসূচিতে কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সমন্বয়ক সদস্য মোহাম্মদ আলিফ অভিযোগ করেন, হামলায় এ সময় ছাত্র অধিকার পরিষদের অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছেন।

তিনি জানান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমুলক মামলা এবং সোমবার রাতে ঢাকায় নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববনধন কর্মসুচির আয়োজন করা হয়।

তিনি অভিযোগ করেন, প্রায় ৩০ মিনিট কর্মসূচি চলার পর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীরুল হাসান হিমেলের নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সংগঠনের অন্তত ৫ জন আহত হয়। মুহূর্তেই মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা সমন্বয়ক কাওসার আহম্মেদসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা অংশ নেয়।

প্রজন্মনিউজ/মেহেদী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ