স্বর্ণের দাম বাড়ছে বিশ্ব বাজারে

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫৪:৪৬

স্বর্ণের দাম বাড়ছে বিশ্ব বাজারে

আন্তর্জাতিক বাজারে আবারও লাগাতার দাম বৃদ্ধির প্রবণতা দেখাচ্ছে বিনিয়োগের নিরাপদ মাধ্যম সোনার। মঙ্গলবার দুপুরে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয় ১৯৬৩.৩২ ডলারে। যা আগের দিনে সবশেষ দামের চেয়ে ৬.৫৯ ডলার বেশি। এদিকে সোনার সঙ্গে বাজারে দামের উর্ধমুখী প্রবণতা দেখাচ্ছে রুপাও। প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে ২৭.৩১ ডলারে যা গতকালের সবশেষ দামের চেয়ে ০.১৬ ডলার বেশি।

এর আগে ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৬.৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫.২৩ ডলারে নামে প্রতি আউন্স সোনার দাম। দরপতনের ধারা অব্যাহত থাকে ১১ সেপ্টেম্বরও। আগের দিনের চেয়ে প্রতি আউন্স সোনার দাম কমে ৩.৭২ ডলার; দিন শেষ হয় ১৯৪১.৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর আরেক দফা পতন হয় সোনার। ১৩ সেপ্টেম্বর ১৯৪১.৫১ ডলারে থামে মূল্যবান এই ধাতুর লেনদেন।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা পূর্বাভাস, চলতি বছরের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ২১শ ডলার ছাড়িয়ে যাবে। জুলাই মাসে এমন পূর্বাভাস দেয়া হলেও আগস্ট থেকেই করোনার টিকা বাজারে আসার পূর্বে সফল ট্রায়ালের ঘোষণায় বিনিয়োগকারীরা অন্য খাতের লগ্নি করার পরিকল্পনা করায় কমতে শুরু করে এই ধাতুর দাম। এরপর আবার গেল ৯ সেপ্টেম্বর থেকে লাগাতার দাম বাড়ছে সোনার।

এদিকে দেশের বাজারেও দামে রেকর্ড গড়ার পর ২ দফায় কমে আবারও বাড়ছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে এক হাজার ৭৫০ টাকা করে বেড়েছে।দেশের বুলিয়ন মার্কেটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সোনার দাম বাড়ানো হয়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৮ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ৭৮৮ টাকায়।
সর্বশেষ গত ২১ আগস্ট সোনার দাম ভরিতে সাড়ে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়েছিল সমিতি। তার আগে ৬ আগস্ট প্রতি ভরি সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ২৫৮ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫০ হাজার ৩৯ টাকায়। কাল থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি পাচ্ছে।

গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দর ঊর্ধ্বমুখী। সেই কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, গত ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা, ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি। তারপর দুই দফায় কমে হয় ৪ হাজার ৯৫৮ টাকা। সূত্র : সময়টিভি অনলাইন, সান নিউজ।

প্রজন্মনিউজ২৪/হাবিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ