মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩২:০৭

মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন। সোমবার সকাল থেকে তার ফুসফুস কাজ করছে না বলে জানা গেছে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন তিনি। যদিও সম্প্রতি তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে, তিনি করোনামুক্ত হয়েছেন।

আইনমন্ত্রী আনিসুল হক সোমবার দিবাগত রাত ১০টার দিকে একটি দৈনিককে বলেন, উনার (অ্যাটর্নি জেনারেল) অবস্থা ভালো না। ফুসফুসে পানি জমে গেছে। ফুসফুস কাজ করছে না। অবস্থা খুব একটা ভালো বলা যাবে না। শংকামুক্ত নন উনি। সবাই উনার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর জ্বর ও গলাব্যথা নিয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন মাহবুবে আলম। ওই দিনই তার করোনার নমুনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এর পর গত ১৯ সেপ্টেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়।

প্রজন্মনিউজ২৪/হাবিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ