ভারতে কৃষিবিল নিয়ে রাজ্যসভায় বিক্ষোভ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫০:৫৯

ভারতে কৃষিবিল নিয়ে রাজ্যসভায় বিক্ষোভ

ভারতে কৃষি বিল নিয়ে রাজ্যসভায় বিক্ষোভের ঘটনায় বিরোধী দলের ৮ জন সংসদ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা এমপিরা হলেন- তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কংগ্রেসের রাজীব সতাভ, সৈয়দ নাসির হুসেন, রিপুন বোরা, আম আদমি পার্টির সঞ্জয় সিং, সিপিআইএমের কেকে রাগেশ ও এলামারাম করিম।

গতকাল রোববার রাজ্যসভায় কৃষি বিল পেশ করার পরই বিরোধী সংসদ সদস্যরা তুমুল বিক্ষোভ শুরু করেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোমবার অভিযোগ করেন বিজেপির রাজ্যসভার সংসদ সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বিরোধী এমপিদের আচরণের তীব্র নিন্দা করে ৮ জনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।

গতকাল রাজ্যসভায় কংগ্রেস এমপি প্রতাপ সিং বাজোয়া স্পষ্ট জানিয়ে দেন, চাষিদের জন্য মৃত্যু পরোয়ানায় সই করবে না কংগ্রেস।

এরপরই রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসও। ‘কালা কানুন ওয়াপস লো’ স্লোগান দিতে থাকেন তারা। প্রবল হট্টগোল শুরু হয়ে যায়।

প্যানেল চেয়ারপারসনের চেয়ারের সামনে দাঁড়িয়ে সংসদের রুল বুক ছিঁড়ে ফেলেন তৃণমূল সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন। ছিঁড়ে ফেলা হয় বিলের প্রতিলিপি। এরপরই স্থগিত হয়ে যায় রাজ্যসভার কাজ।

বিরোধী দলের বিক্ষোভে দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ ছিল রাজ্যসভার কাজ। এরপর দেড়টায় ফের অধিবেশন শুরু হতেই বিরোধীরা আগের অবস্থানই নিতে থাকেন। ভোটাভুটি করতে বিরোধীদের শান্ত হতে বলেন প্যানেল চেয়ারপারসন। কিন্তু বিরোধীরা বিক্ষোভ দেখাতেই থাকেন। তার মধ্যেই ধ্বনি ভোটে পাস হয়ে যায় বিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

গুচ্ছ গ্রামের এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

ঢাবির চারুকলা ইউনিটে পাশের হার ১১.৭৫ শতাংশ

ঢাবির খ ইউনিটে পাশের হার ১০%

ড.ইউনুসকে নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য মানহানিকর : আইনজীবী

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনার বিচার চেয়েছে নতুনধারা

আজ শাকিব খানের জন্মদিন

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ