রাজনৈতিক সংস্কারের দাবিতে রাজপথে থাই জনগণ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২০ ০২:৫৮:০৩

রাজনৈতিক সংস্কারের দাবিতে রাজপথে থাই জনগণ

রাজার ক্ষমতা খর্বসহ রাজনৈতিক সংস্কারের দাবিতে থাইল্যান্ডে রবিবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ।

এই বিক্ষোভ ক্রমশই তীব্রতর হচ্ছে। বিক্ষোভকারীদের আগের চেয়ে সাহসী মনে হচ্ছে বলে জানিয়েছে আলজাজিরা।

এদিন বিক্ষোভকারীদের পথরোধ করে কয়েকশ’ নিরস্ত্র পুলিশ। রাজকীয় সুরক্ষা পুলিশ তাদের দাবি পুলিশ সদরদফতরে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বলে বিক্ষোভকারীদের নেতা জানিয়েছেন।
এর আগে শনিবার রাজধানী ব্যাংককে বিশাল জনসমাবেশ হয়। কয়েক বছরের মধ্যে অন্যতম বৃহত্তম এ সমাবেশে অন্তত ১৫ হাজার লোক উপস্থিত ছিল বলে পুলিশ জানিয়েছে। তবে আয়োজকদের দাবি, এ সংখ্যা ৫০ হাজার হবে।

সমাবেশে অংশগ্রহণকারীদের ‘সামন্ততন্ত্র নিপাত যাক, জনগণ দীর্ঘজীবী হোক’ বলে স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে ব্যাপক জনসমাগম হলেও কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি।

গত ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা। গত বছর এক বিতর্কিত নির্বাচনে জয় পেয়ে দেশটির প্রধানমন্ত্রী হন তিনি।

কিন্তু চলতি বছরের জুলাই থেকে শুরু হওয়া সরকারবিরোধী সমাবেশগুলো থেকে তাকে পদত্যাগের আহ্বান জানানো হচ্ছে। আগস্টে এক প্রতিবাদ সমাবেশে প্রায় ১০ হাজার লোক যোগ দিয়েছিল।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ