বরিশালের বিলাঞ্চলে নয়নাভিরাম লাল শাপলার রাজ্য

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২০ ০৩:২৩:২৭

বরিশালের বিলাঞ্চলে নয়নাভিরাম লাল শাপলার রাজ্য

বরিশালের আগৈলঝাড়ায় বিলাঞ্চলের মাইলের পর মাইল দিগন্তজুড়ে ফুটছে নয়নাভিরাম লাল শাপলা।

প্রতিদিন অসংখ্য প্রকৃতিপ্রেমীরা এই লাল শাপলার বিল এক নজর দেখার জন্য দূর-দুরান্ত থেকে ভিড় করছে বাগধা এলাকায়।

অনেকে আবার বন্ধু-বান্ধব পরিবার-পরিজন নিয়ে লাল শাপলার বিলে ছোট ডিঙ্গি নৌকা ভাড়া করে নৌকা ভ্রমণ করছে। সরেজমিনে দেখা গেছে, বাগধা বিলের মাইলের পর মাইল শুধু লাল শাপলা আর লাল শাপলা।

এ যেন এক লাল শাপলার রাজ্য। তবে পিরোজপুর ভাণ্ডারিয়া, নলশিটি, কাউখালি, ইন্দ্রের হাট থেকে লোকজন এসে বড় টলারে করে লাল শাপলা তুলে নিয়ে যাচ্ছে তাদের এলাকায় বিক্রি করার জন্য। বর্ষা থেকে শরতের শেষ পর্যন্ত বিলাঞ্চলের জলাশয়ে ও নিচু জমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া লাল শাপলা।

এ শাপলা মানুষের খাদ্য তালিকায় আবহমানকাল থেকে যুক্ত রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, শাপলা দু’রংয়ের হয়ে থাকে। লাল ও সাদা।

এর মধ্যে সাদা ফুল বিশিষ্ট শাপলা সবজি হিসেবে ও লাল রঙ্গের শাপলা ঔষধি গুণে সমৃদ্ধ। শাপলা খুব পুষ্টি সমৃদ্ধ সবজি। সাধারণ শাক-শবজির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি।

শাপলায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। শাপলায় ক্যালসিয়ামের পরিমাণ আলুর চেয়ে সাতগুণ বেশি।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ