মোদির ৭০তম জন্মদিন আজ: সপ্তাহব্যাপী ‘সেবা শপথ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫৯:১৪

মোদির ৭০তম জন্মদিন আজ: সপ্তাহব্যাপী ‘সেবা শপথ

আজ ১৭ সেপ্টেম্বর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। এ উপলক্ষে ভারতজুড়ে এক সপ্তাহব্যাপী ‘সেবা শপথ’ কর্মসূচি উদযাপন করছেন বিজেপির নেতা-কর্মীরা। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিজেপি কর্মী-সমর্থকরা মোদির জন্মদিনটি পালন করছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, মোদির মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

টুইট করে রাষ্ট্রপতি জানান ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভ জন্মদিন ও আপনাকে শুভেচ্ছা। ঈশ্বর সর্বদা আপনাকে সুস্বাস্থ্যবান ও খুশি রাখুক এবং দেশ যেন আপনার মূল্যবান সেবা পেয়ে থাকে।’ 
 
টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্ব আঙিনায় ভারতের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। তার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি তিনি অনেক বছর ধরে দেশকে সেবা দিয়ে যাবেন।’ 
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা। তার নেতৃত্ব প্রদান, দৃঢ় বিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ফলে ভারত অভূতপূর্বভাবে উপকৃত হয়েছে। দরিদ্র ও প্রান্তিক মানুষদের জন্য প্রধানমন্ত্রী নিরলস কাজ করে চলেছেন। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।’

টুইট করে রাহুল লেখেন ‘প্রধানমন্ত্রী মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা।’ 

টুইট করে মোদিকে শুভেচ্ছা জানিয়ে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জানান ‘আপনার জন্মদিনে শুভ কামনা। আপনার দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করছি। নতুন শক্তি নিয়ে ভারত সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রবল ইচ্ছাশক্তির জোরে সমগ্র বিশ্বে ভারত তার পরিচিতি প্রতিষ্ঠা করেছে।’ 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ‘মোদিজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।’ 

বলিউড থেকেও শুভেচ্ছার বার্তা এসেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা রাওয়াত জানান, প্রধানমন্ত্রীর জন্য লাখ লাখ ভারতবাসী সম্মানিত ও অনুপ্রাণিত।’ 

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা এসেছে বিদেশ থেকেও। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, নেপালের প্রধানমন্ত্রী কে.পি.ওলি প্রমুখ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এদিন সকালে বিদেশ থেকে মোদিকে প্রথম শুভেচ্ছা বার্তা দিয়ে ওলি জানান ‘ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে এই দুই নেতা আরও গভীরভাবে কাজ চালিয়ে যাবে।’ 

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ