টেকনাফে ভ্রামমাণ আদালতের বিভিন্ন প্রতিষ্ঠাকে ৬১ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫৩:৫৫ || পরিবর্তিত: ১৬ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫৩:৫৫

টেকনাফে ভ্রামমাণ আদালতের বিভিন্ন প্রতিষ্ঠাকে ৬১ হাজার টাকা অর্থদণ্ড

কক্সবাজারের টেকনাফে মোবাইল কোর্টের মাধ্যমে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টেকনাফ পৌর শহরের বাস স্টেশন এলাকায় মোবাইল কোর্টের যৌথ অভিযানে খাবারের হোটেল, মুদির দোকান ও ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম সাইফ। টেকনাফ মডেল থানার এসআই নাজিম উদ্দীনসহ সাংবাদিকদের উপস্থিতিতে টেকনাফ পৌর শহরের কায়ুকখালীপাড়া খাবারের হোটেল পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় ও মুদির দোকানে বিভিন্ন পণ্যের মেয়াদ না থাকায় এবং ফার্মেসিতে লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করার কারণে ভোক্তা অধিকার আইনে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ জানান, টেকনাফে প্রায় দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার কারণে ভোক্তা অধিকার আইনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। প্রজন্মনিউজ২৪/জহুরুল


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ