জাতিসংঘের তিন সংস্থার নির্বাহী সদস্য বাংলাদেশ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২০ ১১:০৩:৪১

জাতিসংঘের তিন সংস্থার নির্বাহী সদস্য বাংলাদেশ

জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের ২০২১-২০২৩ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে ৫৪ ভোটের মধ্যে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছে বাংলাদেশ। একটি মাত্র সদস্য দেশ ভোট দানে বিরত থাকে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রা এবং জাতিসংঘের সংস্থাসমূহ ও তার কার্যনির্বাহী বোর্ডসমূহের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার কারণে বাংলাদেশ সুদৃঢ় উত্তরাধিকার, বিশ্বাস ও আস্থার যে সম্পর্ক অর্জন করেছে এ বিজয় তারই বহিঃপ্রকাশ।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর ৮টি অঙ্গ সংস্থার এই নির্বাচন জাতিসংঘ সদর দফতরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত এই নির্বাহী বোর্ড ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কাজ শুরু করবে।
প্রজন্মনিউজ২৪/জহুরুল

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ