চট্টগ্রাম মাতলো নান্দনিকের “বিজয় সন্ধ্যায়”

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০১৬ ০১:০৭:০২

চট্টগ্রাম মাতলো নান্দনিকের “বিজয় সন্ধ্যায়” চট্টগ্রাম মাতলো নান্দনিকের “বিজয় সন্ধ্যায়” চট্টগ্রাম মাতলো নান্দনিকের “বিজয় সন্ধ্যায়”

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নান্দনিক নাট্য সম্প্রদায়ের আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে “বিজয়ের ধ্বনী” সন্ধ্যায় শিল্পীদের গানে মুগ্ধ হয়ে মাতলো চট্টগ্রামের গান প্রিয় ব্যক্তিরা।

বিশিষ্ট আবৃত্তিকার সাগর বায়োজিদের উপস্থাপনায় ও নান্দনিকের পরিচালক নাট্যকার কবি মোস্তফা মাহথিরের সভাপতিত্বে নগরীর মুসলিম হলে অনুষ্ঠিত “বিজয়ের ধ্বনী” সন্ধ্যার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তি ডা. স ম রফিক।

স্বাধীন বেতার কেন্দ্রের জাগরনের জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন নান্দনিক নাট্য সম্প্রদায়ের সংগীত শিল্পীরা। এছাড়াও বিজয় ধ্বনীর প্রোগ্রামে  বিজয়ের বিভিন্ন গান পরিবেশনা  করেন আমন্ত্রিত সংগীত একাডেমি

ডাকহুক সংগীত একাডেমি, চট্টলা মিউজিক, রিদম কালচারার একাডেমি এবং দুর্নিবার শিল্পী গোষ্ঠী।

নোঙর তোলে তোলে, সময়যে হলো হলো। মাঝি নাও চাইরা দে, ও মাঝি পাল উরাইয়্যা দে। তীর হারা ঐ ঢেওয়ের সাগর পাড়ি দিবরে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে, নাইরে আমার দুখের কোন শেষ। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। ও নদীরে তুই যাস কোথায়রে, কলকলাইয়্যা চলচলাইয়্য কোন সাগরে। পলাশ ঢাকা কোকির ডাকা আমার এ দেশ ভাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো, এমন কোথাও নাইরে জনপ্রিয় এসব গান পরিবেশন করেন অনুষ্ঠনের শিল্পীরা।

গান পর্ব শেষে নান্দনিকের সাবেক পরিচালক শাহরিয়ার শরিফের রচনা ও নির্দেশনায় ৪র্থ বারের মত “খন্ড চিত্র৭১” নাটকটি মঞ্চায়ন করেন নান্দনিক নাট্য সম্প্রদায়ের অগ্রজ নাট্য কর্মীরা। মহান মুক্তিযুদ্ধের একটি চিত্র তুলে ধরেন খন্ড চিত্র ৭১ নাটকটিতে।

এর আগে বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় চিত্রাকংন প্রতিযোগীতা।

প্রজন্মনিউজ২৪/মাসুম/সাইফুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ