সৌদি আরবে

ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালাল হুথিরা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ০১:৫৬:৩৯

ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালাল হুথিরা

সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

বৃহস্পতিবার রিয়াদের গুরুত্বপূর্ণ টার্গেটে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে শিয়া সমর্থিত গোষ্ঠীটি। খবর আল-জাজিরার।

হামলার স্থানের নাম উল্লেখ না করে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তারা গুরুত্বপূর্ণ নিশানায় ‘দুল ফক্কর’ নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি সামাদ-৩ ড্রোন ব্যবহার করেছে।
সৌদি আরবে হুথিদের হামলা নতুন নয়। কয়দিন পরপরই ইয়েমেন সীমান্ত থেকে হামলা চালায় তারা। এদিকে সৌদি আরব জানিয়েছে, তারা রিয়াদের দিকে আসা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোনকে ধ্বংস করেছে।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারি বাহিনীকে সহায়তা দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া বলেন, সৌদি আরব ইয়েমেনে ‘আগ্রাসন’ অব্যাহত রাখলে আরও হামলা করা হবে।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ