যুবলীগ নেতার বিরুদ্ধে

নারীকে পেটানোর অভিযোগ, গ্রেফতার ১

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৫৪:১৬

নারীকে পেটানোর অভিযোগ, গ্রেফতার ১

বরগুনার তালতলীতে রোজিনা আক্তার নামের এক নারীকে রাস্তায় ফেলে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. কামাল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়ের করলে প্রধান আসামি সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো যুবলীগ নেতা কামাল মোল্লাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা শহরের বাঁধঘাট চৌরাস্তা এলাকার মনিকা সাতক্ষীরা দধি ঘরের সামনে এ ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা গেছে, তালতলী উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের রোজিনা আক্তার একটি ব্যক্তিগত কাজে উপজেলা শহরে আসেন। ওই শহরের বাঁধঘাট চৌরাস্তায় মনিকা সাতক্ষীরা দধি ঘরে বসে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার পরিচিত জলিল নামের একজনের সাথে দধি খাচ্ছিলেন তিনি। 
এ সময় তালতলী উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কামাল মোল্লার সহযোগী শ্রী সাগর ও সাগর মিয়া নামের দুইটি ছেলে এসে মোবাইলে তাদের ছবি তোলে। রোজিনা তাদের ছবি তুলতে নিষেধ করলে ক্ষেপে যান সাগর ও তার আরেক সহযোগী সাগর মিয়া। একপর্যায় তারা ওই নারীকে দধি ঘরে বসে মারধর শুরু করে। এর কিছুক্ষণ পরই যুবলীগ নেতা কামাল মোল্লা এসে ওই নারীকে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে আসেন এবং রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধর শুরু করে। 

পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে চিকিৎসা শেষে স্থানীয় একজনের সহযোগীতায় ওই নারী থানায় যান। এ ঘটনায় ওই রাতেই রোজিনা আক্তার বাদী হয়ে তালতলী থানায় শ্রী সাগরকে প্রধান আসামি করে যুবলীগ নেতা কামাল মোল্লাসহ তিনজনের নামে মামলা দায়ের করেন। পুলিশ প্রধান আসামি সাগরকে গ্রেফতার করেছে। 

এদিকে, তালতলী উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক কামাল মোল্লা বলেন, এ ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমাকে মিথ্যা ভাবে জড়ানো হয়েছে। তবে তিনি দুই সাগরের পক্ষ অবলম্বন করে বলেন, এক সাগরের হাতে ব্যান্ডেজ সে কিভাবে ওই নারীকে মারধর করলো?
 
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার প্রধান আসামি শ্রী সাগরকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ