সৌদির বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

প্রকাশিত: ৩১ অগাস্ট, ২০২০ ১২:০৭:৫৫

সৌদির বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোট শুক্রবার এই ড্রোন হামলার কথা স্বীকার করেন।

তবে, তাদের দাবি তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন। খবর আরব নিউজের।
আরব পার্লামেন্টের মুখপাত্র মিশাল বিন ফাহাম আল-সালমি গত রোববার এক বিবৃতিতে বলেছেন, বিমানবন্দরে মানুষের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে অবশ্যই এ ধরনের সন্ত্রাসী হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বন্ধ করতে হবে।

সৌদি আরব জানিয়েছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয় এবং ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ওপরে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী গত মাসে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছিল। সেই সময়ও আরব জোট দাবি করেছিল তারা চারটি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ৬টি ড্রোন ভূপাতিত করেছে।

গত প্রায় এক বছর ধরে ইয়েমেনে হুতি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের হুতিরা এ আগ্রাসনের বিরুদ্ধে এখন শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
প্রজন্মনিউজ২৪/জহুরুল

এ সম্পর্কিত খবর

আমাদের মান-ইজ্জতে হামলা হয়েছে, সাবধান হয়ে যাও

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

ফরিদপুরে মন্দিরে আগুন, এলাকাবাসীর পিটুনিতে নিহত ২

চোরের হামলায় স্বামী- স্ত্রী আহত, মামলা হলেও গ্রেফতার হয়নি আসামী!

খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল : শেখ হাসিনা

গাজা: বিমান হামলায় বেঁচে যাওয়া বালকের প্রাণ গেল সাহায্য নিতে গিয়ে

ঢাকায় আসতে না পেরে দুবাই-শারজাহর ১০ ফ্লাইট বাতিল

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১

মধ্যপ্রাচ্যে ১৩০ হামলা ঠেকাতে শত কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ