"উত্তরের খোঁজে"


জ্বলন্ত অগ্নিপিণ্ড থেকে  ছিটকে আসা স্ফুলিঙ্গ,নিমিষেই মসৃণ ত্বক  ঝলসে দেয়।
সময়ের ব্যস্ততায়, অসময়ের অভিযোগ, 
জমতে থাকা আবেগ-উচ্ছ্বাসের ঢেউ আড়ালেই রয়ে যায়।

‌অনুরাগের চোখ ধাধানো নির্লপ্ততা, 
পঙক্তিমালার কালস্রোতের আস্ফালন। 
‌সুযোগ-সন্ধানী অনুকাব্যের বেসূরো কন্ঠে,
নিরবচ্ছিন্ন ধেয়ে চলা গীতিকাব্যের জয়।

‌স্বার্থান্বেষী উচ্চ-বর্বরদশার অভিযোগের নেই  যে শেষ,
শকুনের দৃষ্টিতে দগ্ধ,অশ্রুজলের নিষ্ঠুরতায় চলছে বেশ!

‌তবে কি মরিচীকার বেশে, অনুঘটকের হবে জয়?
তবে কি ধূলিকণার আবরণে পরিপক্কের নির্মম জলাঞ্জলি?
তবে কি মুক্ত আলোকচ্ছটা দেখবেনা সত্যের জয়গান! 
নাকি ভ্রান্তির বেড়াজালে হবে শেষ!!

‌তাই নির্বাক চেয়ে থাকা প্রশ্নবিদ্ধ নগরী,
হয়তোবা ভাগ্যাকাশের বেসূরো আওয়াজে একদিন উত্তর খুঁজে পাবে!!

কবি: মোস্তফা আল-মুজাহিদ